উত্তরদিনাজপুর

নোট বন্দির এতদিন পর একটি পুকুর থেকে উদ্ধার হল ৪ লক্ষ টাকার পুরনো ১০০০ টাকার নোট

বাতিল হয়ে যাওয়া পুরনো ১০০০ টাকা নোটের ৪ টি বান্ডিল উদ্ধার একটি পুকুর থেকে। উদ্ধার হয়েছে ৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কর্নজোড়া এলাকায়। টাকা গুলি উদ্ধার হয়েছে কর্নজোড়ার প্রশাসনিক আবাসন এলাকার  জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের বাংলো থেকে ৫০০ মিটার এর মধ্যে বাশুলি কালী মায়ের মন্দিরের পেছনের একটি পুকুর থেকে।

নোট বন্দির পড়ে কেন্দ্র সরকারের নির্দেশ মতো ইতি মধ্যাই পুড়ানো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল হয়েছে। সেই মতে ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট অকেজো।  সোমবার দুপুরে  কর্নজোড়ার প্রশাসনিক আবাসন এলাকার  জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের বাংলোর থেকে ৫০০ মিটার এর মধ্যে বাশুলি কালী মায়ের মন্দিরের পেছনের পুকুর থেকে পুরাতন ১০০০ টাকার ৪ টি বান্ডিল পাথর বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় সুত্রে জানাজায়  সোমবার দুপুরে  কর্নজোড়া এলাকার একটি পুকুরে স্থানীয় কিছু মানুষ স্নান করতে নেমেছিল। সেই সময় তাদের পায়ে কিছু বাধলে উৎসাহতার সাথে সেটিকে উদ্ধার করলে তারা অবাক হয়ে যায়। কারন জল থেকে তোলার পর তারা দেখতে  বাতিল  হওয়া ১০০০ টাকা নোটের ৪টি বান্ডিল । বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসিরা ভীর জমায় পুকুর পাড়ে। খবর দেওয়া হয় কর্নজোড়া ফাঁড়ির পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্নজোড়া ফাঁড়ির পুলিশ ও আধিকারিকরা।  বাতিল হওয়া ১০০০ টাকার ৪ টি বান্ডিল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।  কে বা কারা এই বাতিল হওয়া নোট গুলি ফেলে গেছে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।